মাঝে আর মাত্র একদিন। তার মধ্যেই সেরে ফেলতে হবে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। আয়কর বা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া। কারণ, এখনও পর্যন্ত সরকারের তরফে থেকে যা বলা হয়েছে। তাতে এই কাজের শেষ দিন ৩১ জুলাই। তার মধ্যে যদি রিটার্ন জমা না দেওয়া হয়। তাহলে বেশ মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে। কাজটি খুব একটা সময়সাপেক্ষ নয়। বাড়ি বসে সহজেই আপনি আপনার আয়কর রিটার্ন করে ফেলতে পারবেন। তবে তার জন্য কয়েকটা জিনিস আপনাকে হাতের কাছে রাখতেই হবে। আয়কর রিটার্ন ফাইল করার পরেও একটি গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। সেটি হল ই-ভেরিফিকেশন। বেশ কয়েকটি পদ্ধতিতে এই কাজটি করা যায়।