Arpita Mukherjee : দু'টি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে অর্পিতা-যোগের হদিস !

2022-07-29 35

দুটো রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে, অর্পিতা মুখোপাধ্যায়ের যোগের হদিস। ED সূত্রে খবর, টালিগঞ্জের অভিজাত আবাসন থেকে অর্পিতা মুখোপাধ্যায়ের চারটে বিলাসবহুল গাড়ি রহস্যজনকভাবে উধাও হয়েছে। সূত্র পেতে ভরসা সিসি ক্যামেরার ফুটেজ।

Videos similaires