হাইকোর্টের রায় নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগ তুলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুললেন কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সদস্য, শতাধিক আইনজীবী। এ নিয়ে তাঁরা কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সম্পাদককে চিঠি দিয়েছেন। গত ২১ জুলাই তৃণমূলের শহিদ সমাবেশের দিনই উলুবেড়িয়ায় পৃথক কর্মসূচির ডাক দেন বিরোধী দলনেতা। কিন্তু পুলিশ সেই কর্মসূচির অনুমতি না দেওয়ায়, ২০ জুলাই হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। বিচারপতি মৌসুমী ভট্টাচার্য শর্তসাপেক্ষে কর্মসূচির অনুমতি দিলেও, সাংবাদিক সম্মেলন করে কর্মসূচি বাতিলের ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। সেইসময় আদালতের রায় নিয়ে বক্তব্য রাখেন তিনি। অভিযোগকারী আইনজীবীদের দাবি, শুভেন্দু অধিকারীর সেই মন্তব্যে কলকাতা হাইকোর্টের গরিমা ও সম্মান নষ্ট হয়েছে। সেইকারণে বিরোধী দলনেতার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।