'দলের সিদ্ধান্ত ঠিক কিনা সময় বলবে'। দলের সিদ্ধান্ত সঠিক কিনা প্রশ্ন করেন সাংবাদিকরা। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত সঠিক', বলেন তিনি। দলের সিদ্ধান্ত সঠিক কিনা ফের প্রশ্ন করেন সাংবাদিকরা। 'নিরপেক্ষ তদন্তকে প্রভাবিত করতে পারে', জোকা ইএসআই থেকে বেরোনর সময় ফের বিস্ফোরক পার্থ। এর আগে, জোকায় গাড়ি থেকে নামার সময় পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'আমি ষড়যন্ত্রের শিকার।' সেই মন্তব্যের জেরেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'এই বিষয়ে আলাদা করে মন্তব্যের অবকাশ নেই।'