সরকারি তালিকাভুক্ত শিল্পীদের টাকা আত্মসাতের অভিযোগ। কয়েকজন অসাধু শিল্পী ও জেলা তথ্য সংস্কৃতি দফতরের কয়েকজন কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে জলপাইগুড়িতে। অভিযোগ, সরকারি তালিকাভুক্ত শিল্পীদের প্রাপ্য থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে বিভিন্ন অজুহাতে। প্রতিবাদে গতকাল জলপাইগুড়ি তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিককে ঘেরাও করেন অভিযোগকারী শিল্পীরা। জেলা তথ্য দফতরের আধিকারিক নৃপেন্দ্র ছেত্রী জানিয়েছেন, লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। ব্যবস্থা নেওয়ার দাবিতে আজ জেলাশাসককে ডেপুটেশন দিয়েছে বিজেপি।