SSC Scam: প্রাথমিক মামলায় নতুন মোড়, আরও এক চাকরি বিক্রেতার খোঁজ মিলেছে বলে আদালতে অভিযোগ। Bangla News

2022-07-29 304

প্রাথমিক মামলায় নতুন মোড়, নতুন ‘রঞ্জন’-এর খোঁজ মিলেছে বলে দাবি। ‘নদিয়ার এক প্রাথমিক শিক্ষক সুমন চট্টোপাধ্যায় নতুন রঞ্জন’। আরও এক চাকরি বিক্রেতার খোঁজ মিলেছে বলে আদালতে অভিযোগ। চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ। টাকা দিতে না পারলে সোনা নিতেন, অভিযোগ মামলাকারীর। ‘নিজেকে পার্থর আপ্ত সহায়ক সুকান্ত আচার্য ঘনিষ্ঠ বলে দাবি করতেন সুমন’। বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ মামলাকারীর। দুপুর ৩টেয় হবে শুনানি