Ananda Sakal iv: বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়কে সরকার এবং দলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এদিনই আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে ফোনে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। Bangla News

2022-07-29 17

বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়কে সরকার এবং দলের সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এদিনই আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে ফোনে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তাঁদের সমস্যার বিষয়ে জানতে চান তিনি। শুক্রবার আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।