অসমে রানওয়েতে পিছলে গেল যাত্রীবিমান। কলকাতাগামী ইন্ডিগোর বিমানে বিপত্তি। জোড়হাট থেকে ওড়ার সময় বিপত্তি। রানওয়ে থেকে কাদায় নেমে যায় যাত্রীবিমান। বড় দুর্ঘটনার থেকে হাত থেকে বাঁচলেন যাত্রীরা। কীভাবে ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে বিশেষ টিম গঠন করা হয়েছে