চালু হলো ঢাকা টু টরেন্টো বিমান ফ্লাইট

2022-07-29 1

এয়ারলাইন্সের ঢাকা-কানাডা-ঢাকা রুটে বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে। কানাডার টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসা বিমান বাংলাদেশের ফিরতি ফ্লাইট গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা। এর আগে গত মঙ্গলবার মধ্যরাতে (রাত সাড়ে ৩টা) কানাডার টরেন্টোর উদ্দেশে প্রথম ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যায়।
গতকাল সন্ধ্যার আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে সদ্য যোগ দেয়া জাহিদ হোসেন নয়া দিগন্তকে বলেন, আজ বৃহস্পতিবার রাতে কানাডা থেকে বিমানের ফিরতি ফ্লাইট আসছে।

Videos similaires