অর্পিতা মুখোপাধ্যায়ের রথতলার যে ফ্ল্যাট থেকে ২৮ কোটি টাকা উদ্ধার হয়েছে, সেখানেই মিলেছে ২টি রিয়েল এস্টেট কোম্পানির নথি। এমনটাই দাবি করা হয়েছে ইডি সূত্রে। ওই ২টি রিয়েল এস্টেট কোম্পানির কাগজপত্র ইডির তদন্তকারীদের হাতে এসেছে। ইডি সূত্রে খবর, ফ্ল্যাটের ঠিকানাই দেখানো হয়েছে ২টি কোম্পানির ঠিকানা হিসেবে। ইডির তদন্তকারীরা মনে করছেন, একাধিক রিয়েল এস্টেট কোম্পানিতে টাকা বিনিয়োগ করা হয়ে থাকতে পারে। ইডি সূত্রে খবর, ২০১৭-তে কোম্পানি দুটি খোলা হয়। শেয়ার ক্যাপিটাল ১ লক্ষ টাকা। কোম্পানির শেষ মিটিং হয়েছিল ২০২১-এর ৩০ নভেম্বর।