এবার অর্পিতা মুখোপাধ্যায়ের নতুন দুটি ফ্ল্যাটের হদিশ মিলল। একটি চিনার পার্কে, অন্যটি নয়াবাদে। দুটি ফ্ল্যাটেই আজ তল্লাশি চালান ইডির আধিকারিকরা। অন্যদিকে, ইডির অফিসাররা পৌঁছেছেন রথতলার ক্লাব টাউন হাইটসের দু’নম্বর টাওয়ারের আরেকটি ফ্ল্যাটেও।