অমাবস্যায় পূর্ণিমা সে
পূর্ণিমাতে অমাবস্যে
সে কথা কি কবার কথা
জানিতে হয় ভাব আবেশে
অমাবস্যায় পূর্ণিমার যোগ
অসম্ভব সম্ভব সম্ভোগ
জানতে খণ্ডে এ ভবরোগ
গতি হয় অখণ্ড দেশে
রবি শশী রয় সে মুখা
মাস অন্তে হয় একদিন দেখা
সেই যোগের যোগ লেখাজোখা
সাধনে সিদ্ধি হয় অনাসে
দিবাকর নিশাকর সদাই
উভয় অঙ্গে উভয় লুকায়
ইশারাতে কয় সিরাজ সাঁই
লালন তোর হইল না দিশে//
অমাবস্যায় পূর্ণিমা সে
পূর্ণিমাতে অমাবস্যে
সে কথা কি কবার কথা
জানিতে হয় ভাব আবেশে
বাউল গানের জনপ্রিয় শিল্পী শফি মণ্ডল