Arpita Mukherjee : অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে মেলা প্লাস্টিকের প্যাকেট ঘিরে তুঙ্গে বিতর্ক

2022-07-28 3,872

অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে মেলা প্লাস্টিকের প্যাকেট ঘিরে তুঙ্গে বিতর্ক। সবং থেকেও টাকা এসেছে। প্লাস্টিকের ছবি পোস্ট করে দাবি জেলা সিপিএমের। প্লাস্টিকের প্যাকেট তাঁদের দোকানের হলেও, সেখানে অর্পিতা মুখোপাধ্যায় কোনওদিন গেছিলেন কি না তা বলতে পারেননি ব্যবসায়ী। যদিও এইনিয়ে কোনও মন্তব্য করতে চাননি, স্থানীয় তৃণমূল বিধায়ক ও মন্ত্রী মানস ভুঁইয়া।

Videos similaires