ক্লাবটাউনের ন তলায় ২ নম্বর ব্লকের এইচ সি ফ্ল্যাটে ইডির হানা। অসীম সরকারের নামে বুক রয়েছে এই ফ্ল্যাটটি। যোগসূত্র পাওয়া গেছে অর্পিতার সঙ্গে, ইডি সূত্রের দাবি। বিকেলের পর একসঙ্গে চারটি জায়গায় পৌঁছেছে ইডি।