TMC: তৃণমূলের মহাসচিব, মুখপত্রের সম্পাদকের পদ থেকে এবার অপসারিত করা হবে পার্থ চট্টোপাধ্যায়কে?

2022-07-28 39

গ্রেফতারের ৬দিন পরে মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়। এবার প্রশ্ন উঠছে তৃণমূলের মহাসচিব, মুখপত্রের সম্পাদকের পদ থেকে এবার অপসারিত করা হবে পার্থকে? অভিষেকের নেতৃত্বে ইতিমধ্যেই বৈঠকে বসেছে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি।