এবার অর্পিতা মুখোপাধ্যায়ের নতুন ফ্ল্যাটের হদিশ মিলল চিনার পার্কে। ন’পাড়ার পূর্ব পাড়ায় রয়্যাল রেসিডেন্সির বি ব্লকের চারতলার একটি ফ্ল্যাটের মালিক অর্পিতা। দাবি ফ্ল্যাটের হিসাবরক্ষকের। তাঁর দাবি, ২০২০-র সেপ্টেম্বর থেকে চলতি মাস পর্যন্ত ফ্ল্যাটের মেনটেন্যান্স বাবদ বাকি রয়েছে ৩৮ হাজার টাকা। আবাসন কর্তৃপক্ষের দাবি, ২০১৭ সালে চিনার পার্কের কাছে প্রায় ৯০০ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট কেনেন অর্পিতা। কালো রঙের মার্সিডিজে চড়ে ২০১৮-র সালের দুর্গাপুজোর সময় একবার মাত্র এসেছিলেন। দাবি আবাসন কর্তৃপক্ষের।