Teacher Recruitment Scam: ইডি-র নজরে এবার অর্পিতা মুখোপাধ্যায়ের ভগ্নিপতি কল্যাণ ধর। Bangla News

2022-07-28 136

ইডি-র নজরে এবার অর্পিতা মুখোপাধ্যায়ের ভগ্নিপতি কল্যাণ ধর। অর্পিতা গ্রেফতার হওয়ার তিনদিন আগে তাঁর বেলঘরিয়ার ফ্ল্যাটে গিয়েছিলেন কল্যাণ। মিনিট পাঁচেক ছিলেন। হাতে ছিল প্যাকেট। এমনই জানিয়েছেন আবাসনের নিরাপত্তারক্ষী। রেজিস্টারে লেখা মোবাইল নম্বরে ফোন করা হলেও সাড়া মেলেনি। রেজিস্টারে উল্লেখ, ১৯ জুলাই, সকাল ১০টা ৪০ মিনিটে অর্পিতার ফ্ল্যাটে এসেছিলেন কল্যাণ ধর নামে এক ব্যক্তি। আসার কারণের জায়গায় লেখা, অফিশিয়াল। অর্পিতার ভগ্নিপতির খোঁজ শুরু