Rashika Jain: রসিকা জৈনের অস্বাভাবিক মৃত্যু মামলায় ডিভিশন বেঞ্চে খারিজ রসিকার স্বামী কুশল আগরওয়ালের আবেদন। Bangla News

2022-07-28 42

রসিকা জৈনের অস্বাভাবিক মৃত্যু মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির। মামলার তদন্তভার থাকবে সিটের হাতেই। সিঙ্গল বেঞ্চের রায়কেই মান্যতা দিয়ে জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রসিকা জৈনের অস্বাভাবিক মৃত্যুর মামলায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দেন বিচারপতি শম্পা সরকার। দময়ন্তী সেনের নেতৃত্বে গঠিত হয় সিট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন রসিকা জৈনের স্বামী কুশল আগরওয়াল। শ্বশুরবাড়ির স ডিভিশন বেঞ্চে খারিজ রসিকার স্বামী কুশল আগরওয়ালের আবেদনদস্যরা রসিকাকে পরিকল্পনামাফিক খুন করেছে বলে অভিযোগ করে তাঁর পরিবার। সম্প্রতি গ্রেফতার করা হয় রসিকার স্বামী কুশল আগরওয়ালকে। 

Videos similaires