SSC Scam: কেমন ছিল অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটের অন্দরসজ্জা, কীভাবে রাখা হত টাকা, ঘুরে দেখল এবিপি আনন্দ
2022-07-27 4,926
টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ২২ কোটির পরে বেলঘরিয়ায় ২০ কোটির হদিশ! অর্পিতার ফ্ল্যাটে ২ হাজার, ৫০০ টাকার নোটের ২০ কোটি টাকার হদিশ। ঠিক কীভাবে রাখা হত এই টাকা, কেমন ছিল ফ্ল্যাটের অন্দরসজ্জা, ঘুরে দেখল এবিপি আনন্দ।