Ishaa Saha Exclusive: সম্পর্কে বিশ্বাস না থাকলে সেটাকে টেনে নিয়ে যাওয়া অর্থহীন: ইশা সাহা

2022-07-27 1

সদ্য মুক্তি পেয়েছে রে ইশা সাহার নতুন ছবি 'সহবাসে'। ছবির নামেই সহবাস, যার প্রচলিত ইংরাজি 'লিভ ইন' (Live In)। পর্দার চরিত্র 'লিভ ইন'-এ বিশ্বাসী হলেও ব্যক্তিজীবনে ইশা 'লিভ ইন'-এ কতটা বিশ্বাসী? অভিনেত্রী বলছেন, 'আমি আইন পড়েছি, আর এত বিবাহবিচ্ছেদ দেখেছি, সেটা ভাবলে মনে হয় আমি 'লিভ ইন'-এই বিশ্বাসী।' একটু থামলেন ইশা। ভাবলেন। তারপর ফের বললেন, 'বিয়ে মানে তো একটা কাগজে সই করা। সেই সইটা করলে আমি বিবাহিত আর না করলে নই। আমার কাছে বিয়ে আর লিভ ইন-এর মধ্যে সত্যিই খুব একটা পার্থক্য নেই। আমি লিভ ইন করলে বিয়ে করব আর নাহলে কোনোটাই করব না।'