পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেহালায় ডায়মন্ড হারবার রোডের ওপর রাস্তা দখল করে অফিস তৈরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বেহালা পশ্চিমের বিধায়ক তৃণমূলের মহাসচিব। বেহালার ম্যান্টনে তাঁর একটি জনসংযোগ কার্যালয় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তার কাছেই কয়েকমাস আগে তৈরি হয় নতুন ওই অফিস। কাচ ঢাকা অফিস। স্থানীয়দের দাবি, শুধু পার্থ চট্টোপাধ্যায় এলেই খোলা হত এই অফিস। তাঁর গ্রেফতারির পর থেকে অফিস তালাবন্ধ। স্থানীয় বাসিন্দাদের দাবি, মাঝ্যে মধ্যে অর্পিতা মুখোপাধ্যায়ও আসতেন এখানে। তবে তিনি অফিসে ঢুকতেন না। অপেক্ষা করতেন গাড়িতে। কখনও কখনও নিরাপত্তারক্ষীদের ছাড়াই পার্থ অর্পিতা গাড়ি নিয়ে বেরিয়ে যেতেন বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।