Maniktala By-Election: সাধন পাণ্ডের মৃত্যুতে মানিকতলা বিধানসভা আসনটি এখন বিধায়ক শূন্য। মামলার ফয়সালা না হওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে উপনির্বাচনও হচ্ছে না বলে নির্বাচন কমিশন। Bangla News

2022-07-27 53

সাধন পাণ্ডের মৃত্যুতে মানিকতলা বিধানসভা আসনটি এখন বিধায়ক শূন্য। উপনির্বাচন হওয়ার কথা ছিল আগামী ২০ অগাস্ট। কিন্তু ওই কেন্দ্রের ভোটগণনা নিয়ে মামলা ঝুলে রয়েছে হাইকোর্টে। মামলার ফয়সালা না হওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে উপনির্বাচনও হচ্ছে না বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। 

Videos similaires