Partha Chatterjee Scam: ইডি’র সিজার লিস্টে উল্লেখ করা হয়েছে, মন্ত্রীর বাড়ি থেকে অর্পিতার নামে ৭টি সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে। Bangla News

2022-07-27 371

স্কুলে নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে হেফাজতে নিয়ে জেরা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে চাঞ্চল্যকর দাবি,  স্কুলে নিয়োগ দুর্নীতিতে রয়েছে অদৃশ্য হাত। টাকা পৌঁছেছে সেই হাতেও। জেরায় অর্পিতা বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেও পার্থ চট্টোপাধ্যায় তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন না বলে দাবি ইডি সূত্রে।  ইডি’র সিজার লিস্টে উল্লেখ করা হয়েছে, মন্ত্রীর বাড়ি থেকে অর্পিতার নামে ৭টি সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে

Videos similaires