Partha Chatterjee: ভুবনেশ্বর থেকে আনার পরই, CGO কমপ্লেক্সের অস্থায়ী লকআপে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। Bangla News

2022-07-27 46

ভুবনেশ্বর থেকে আনার পরই, CGO কমপ্লেক্সের অস্থায়ী লকআপে রাখা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। শিক্ষক নিয়োগে দুর্নীতি ও বিপুল টাকার উত্‍স নিয়ে মঙ্গলবার তৃণমূল মহাসচিবকে ED-র একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হয়। অন্যদিকে, একই বিল্ডিংয়ে, ED’র লক আপে রাখা হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে।

Videos similaires