এবার অপসারিত প্রাথমিক পর্ষদ সভাপতিকে ইডির তলব। নিয়োগে দুর্নীতির অভিযোগ, আজ বেলা ১২টায় সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। পার্থর গ্রেফতারির পরে শুনশান নাকতলা। জল্পনা বাড়িয়ে ফেরত দিলেন পরিষদীয় মন্ত্রীর গাড়ি। ফেরানো হল ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের। স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন তথ্য। পার্থর বাড়িতে উদ্ধার ২০১২-র টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি। উল্লেখ ইডির সিজার লিস্টে।