Purulia : আদিবাসী-বিক্ষোভে থমকে বাঘমুণ্ডিক টুরগা জলবিদ্যুৎ প্রকল্পের কাজ

2022-07-26 49

আদিবাসীদের বিক্ষোভের জেরে থমকে পুরুলিয়ার বাঘমুণ্ডিক টুরগা জলবিদ্যুৎ প্রকল্পের কাজ। প্রকল্প হলে এলাকার পরিবেশের ক্ষতি হবে, দাবি ‘প্রকৃতি বাঁচাও ও আদিবাসী বাঁচাও মঞ্চ’ নামে স্থানীয় সংগঠনের। আলোচনায় জট কাটানোর আশ্বাস দিয়েছেন বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ক। আদিবাসীদের আন্দোলনের পাশে থাকার দাবি বিজেপির।

Videos similaires