Kharagpur : খড়গপুরের প্রাক্তন যুব তৃণমূল সভাপতিকে আগের পদে ফিরিয়ে আনার দাবি

2022-07-26 196

খড়গপুরের প্রাক্তন যুব তৃণমূল সভাপতিকে আবার আগের পদে ফিরিয়ে আনতে হবে। নয়তো নতুন কোনও দায়িত্ব দিতে হবে। এমনই দাবি খড়গপুরের যুব তৃণমূলের একাংশের। দল বিবেচনা করছে, জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

Videos similaires