স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন তথ্য। ‘পার্থর বাড়িতে উদ্ধার ২০১২-র টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি’। সিজার লিস্টে উল্লেখ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। প্রথম তালিকা বাতিল করে দ্বিতীয় তালিকা প্রকাশিত হয়, ইডি সূত্রে দাবি। ‘পার্থর বাড়িতে অর্পিতার নামে থাকা ৭টি সম্পত্তির দলিল মিলেছে’। সিজার লিস্টে উল্লেখ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।