SSC, TET-এর পর এবার মাদ্রাসায় শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। সল্টলেকের ময়ূখ ভবনের সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষায় উত্তীর্ণদের অবিলম্বে নিয়োগের দাবি। বিকাশ ভবনের দিকে এগোতে গেলে মিছিল আটকায় পুলিশ। ময়ূখ ভবনের সামনে রাস্তায় বসে থালা বাজিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন মাদ্রাসার চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, ২০১৮ সাল থেকে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে দুর্নীতি চলছে। এমনকি, সফল পরীক্ষার্থীদের প্যানেলও প্রকাশ করা হয়নি বলে অভিযোগ।