Ananta Deb Adhikari : ' দলীয় বিধায়কদের ৫টা করে নাম পাঠাতে বলেছিলেন পার্থই ', বিস্ফোরক দাবি অনন্তদেব অধিকারীর

2022-07-26 558

গ্রুপ ডি নিয়োগে পার্থ চট্টোপাধ্যায়কে ৫ জনের নাম সুপারিশ করেছিলাম। দলীয় বিধায়কদের ৫টা করে নাম পাঠাতে বলেছিলেন পার্থই। বিস্ফোরক দাবি ময়নাগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক ও ময়নাগুড়ি পুরসভার বর্তমান চেয়ারম্যান অনন্তদেব অধিকারীর। একইসঙ্গে প্রাক্তন তৃণমূল বিধায়কের দাবি, তাঁর সুপারিশ করা ৫ জনের কারওরই চাকরি হয়নি। 

Videos similaires