SSC-তে গ্রুপ ডি কর্মী নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল ময়নাগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক ও ময়নাগুড়ি পুরসভার বর্তমান চেয়ারম্যান অনন্তদেব অধিকারীর। ইডি সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ময়নাগুড়ির প্রাক্তন বিধায়কের লেটারপ্যাডে লেখা চাকরির সুপারিশ-পত্র। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনন্তদেব অধিকারীর দাবি, সেইসময় প্রত্যেক বিধায়কের কাছে চাকরির জন্য ৫ জনের নামের তালিকা চেয়েছিলেন তত্কালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ময়নাগুড়ির তৃণমূল বিধায়ক হিসেবে তিনিও ৫ জনের নামের তালিকা পাঠান। কিন্তু সেই সুপারিশে কারও চাকরি হয়নি বলে দাবি প্রাক্তন তৃণমূল বিধায়কের।