মাঝেমধ্যেই হুগলির জাঙ্গিপাড়ায় অর্পিতার মামার বাড়িতে যেতেন পার্থ চট্টোপাধ্যায়। পুকুরে মাছও ধরতেন। মামার বাড়ির কাছে অর্পিতা বাড়িও তৈরি করেছিল বলে দাবি। গাড়ি আসার রাস্তা তৈরি করতে প্রতিবেশীর গেট ভাঙার চাপও দিয়েছিলেন অর্পিতা।