SSC Scam: সত্যি যদি কেউ দোষী প্রমাণিত হয়, যাবজ্জীবন কারাদণ্ড হোক, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

2022-07-25 694

‘দুর্নীতিকে সমর্থন করা নেশাও নয় পেশাও নয়, আমি কোনও অন্যায়কে সমর্থন করি না, আমার ধারণা রাজনীতি মানে ত্যাগ, কয়েকটি রাজনৈতিক দলের আচরণে মর্মাহত, কেউ কখনও কখনও ভুল করতেই পারে, জ্ঞানত করলে অপরাধ, অজ্ঞানত করলে আলাদা ব্যাপার, শুনেছিলাম কয়েকজন চাকরি থেকে বঞ্চিত, এবারের মন্ত্রিসভায় কয়েকজন বঞ্চিত যাতে চাকরি পায় তার জন্য নতুন পদ সৃষ্টি করলাম, সবাই সাধু, একথা বলতে পারব না, না জেনে ভুল করলে ক্ষমা চাইব, একজন মহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার করেছে, সঠিক সময়ের মধ্যে বিচার হোক, সত্যি যদি কেউ দোষী প্রমাণিত হয়, যাবজ্জীবন কারাদণ্ড হোক’, বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চ থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।