SSKM: 'মুমূর্ষু রোগীরা বেড পায় না, যাঁর রোগ নেই তাঁর জন্য ভিআইপি ট্রিটমেন্ট SSKM-এ,' ক্ষোভ চিকিৎসক ইন্দ্রনীল খানের

2022-07-25 337

'মুমূর্ষু রোগীরা বেড পায় না, যাঁর রোগ নেই তাঁর জন্য ভিআইপি ট্রিটমেন্ট SSKM-এ,' পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে এমনটাই মন্তব্য করলেন চিকিৎসক ইন্দ্রনীল খান। পার্থর স্বাস্থ্য প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, দুঃখ লাগে যাঁরা ওখানে কাজ করেন তাঁদেরকে চাপে পরে ভুয়ো রোগের চিকিৎসা করতে হচ্ছে। 

Videos similaires