North 24 Pargana: দুষ্কৃতী দৌরাত্ম্য, তৃণমূলের প্রাক্তন উপপ্রধানের বাড়ি-সহ পরপর বাড়িতে ভাঙচুর
2022-07-25 38
উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) ঘোলার (Ghola) মহিষাপোতায় দুষ্কৃতী দৌরাত্ম্য। তৃণমূলের প্রাক্তন উপপ্রধানের বাড়ি-সহ ৩টি বাড়িতে ভাঙচুর। দুষ্কৃতীদের ভাঙচুরের ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ঘোলা থানায় অভিযোগ দায়ের, হামলার কারণ নিয়ে ধোঁয়াশা।