আজ অর্পিতা মুখোপাধ্যায়কে ফের পেশ করা হবে ইডি-র বিশেষ আদালতে। সিজিও কমপ্লেক্স থেকে সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁকে বার করা হয়েছে। ইডি সূত্রে খবর, গতকাল অর্পিতাকে হেফাজতে পাওয়ার পর জেরা করার সুযোগ মেলেনি। আদালতের নির্দেশ, রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত জেরা করা যাবে না। গতকাল আদালতে আইনজীবীর উপস্থিতিতে অর্পিতাকে জেরার বিরোধিতা করেন ইডি-র আইনজীবী। সেই কারণে আজ ফের হেফাজতে চাওয়া হবে। খবর ইডি সূত্রে। অন্যদিকে, সিজিও কমপ্লেক্সে বাড়ানো হয়েছে নিরাপত্তা। অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আজ ফের অর্পিতার মেডিক্যাল পরীক্ষা হবে। তারপর পেশ করা হবে আদালতে।