Ananda Sakal: কলকাতা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ভুবনেশ্বর, এইমসে পরবর্তী চিকিৎসা পার্থর

2022-07-25 103

এয়ার অ্যাম্বুল্যান্সে (Air Ambulance) করে সকাল ৯.৫০ নাগাদ ভুবনেশ্বরে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। প্রথমে গুয়াহাটি থেকে তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে আনা হয়। সকাল সাড়ে ৭টা নাগাদ পার্থকে এসএসকেএম থেকে অ্যাম্বুল্যান্সে বার করা হয়। তাঁর সঙ্গে একই বিমানে ভুবনেশ্বর রওনা দেন ইডি-র (Enforcement Directorate) অফিসার মিথিলেশকুমার মিশ্র, এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের চিকিত্সক তুষারকান্তি পাত্র ও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত। এয়ার অ্যাম্বুল্যান্সে ছিলেন ২ জন পাইলট ও ২ জন ক্রু। এরপর অ্যাম্বুল্যান্সে করে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় এইমসে। সেখানে কার্ডিওলজি, নেফ্রোলজি, এন্ডোক্রিনোলজিস্ট, এবং রেসপিরেটরি মেডিসিন বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে ৪ জনের মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। এসএসকেএমের রিপোর্ট রিপোর্ট খতিয়ে দেখে পার্থ চট্টোপাধ্যায়ের পরবর্তী চিকিত্সার ব্যাপারে সিদ্ধান্ত নেবে এইমসের মেডিক্যাল টিম।

Free Traffic Exchange

Videos similaires