Aj Banglay: কাল এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে পার্থকে, নির্দেশ হাইকোর্টের। Bangla News

2022-07-24 32

কাল এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে পার্থকে, নির্দেশ হাইকোর্টের। ‘এসএসকেএম থেকে বিমানবন্দর পর্যন্ত এসএসকেএমের অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হবে’।‘সঙ্গে থাকবেন এসএসকেএমের একজন চিকিৎসক ও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী’। ‘কলকাতা বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হবে ভুবনেশ্বর’। ‘পার্থ চট্টোপাধ্যায়ের চিকিত্‍সায় ভুবনেশ্বর এইমস একটি মেডিক্যাল টিম গঠন করবে’। ‘আগামীকাল দুপুর তিনটের মধ্যে রিপোর্ট তৈরি করে তদন্তকারী আধিকারিককে দেবে’। ‘এসএসকেএমের চিকিত্‍সক, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকেও রিপোর্ট দিতে হবে’। ‘তদন্তকারী আধিকারিক সেই রিপোর্টের কপি কলকাতায় ইডি দফতরে পাঠাবেন’। সেই রিপোর্ট নিম্ন আদালতে পেশ করবে ইডি, নির্দেশ হাইকোর্টের। নিম্ন আদালতে আগামীকাল বিকেল চারটেয় শুনানি

Videos similaires