Debangshu Bhattacharya: শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে ট্যুইট দেবাংশু ভট্টাচার্যর। কী ট্য়ুইট? Bangla News

2022-07-24 2

ফ্ল্যাটে টাকার পাহাড়। গ্রেফতার তৃণমূলের মহাসচিব ও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। আর এরপরই গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর ট্যুইটার হ্যান্ডলে একটি ছবি পোস্ট করে দাবি করেন, ২১ জুলাইয়ের মঞ্চ আলো করে ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর ভাল বান্ধবী। পাল্টা আজ একটা ছবি পোস্ট করে ট্যুইটে যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য। ট্যুইটারে তিনি লিখেছেন, অর্পিতা মুখোপাধ্যায়ের যে ছবি, তৃণমূলের একুশে জুলাই-এর সভার বলে চালাচ্ছেন লোডশেডিং–এ জেতা বিরোধী দলনেতা, সেটি সম্পূর্ণ ভুয়ো। ওই অনুষ্ঠানটি একটি অরাজনৈতিক রক্তদান শিবিরের অনুষ্ঠান। রইল ছবির ফ্রন্ট ভিউ। লোডশেডিং অধিকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে না কেন? শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে ট্যুইট দেবাংশু ভট্টাচার্যর।

Videos similaires