Sukanta Majumdar : '২১ কোটি টাকা বাড়িতে কোথা থেকে এল সেই উত্তর দিন' পার্থ-ঘনিষ্ঠ অর্পিতাকে তোপ সুকান্তর

2022-07-23 311

পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা গ্রেফতার। স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগ টানা জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার। ‘আমি কোনও অন্যায় করিনি, এটা বিজেপির বড় চাল' গ্রেফতারির পরেই দাবি পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের। যার পাল্টা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, 'ইডি তো আর চাল করে ২১ কোটি টাকা রেখে আসেনি ওঁর বাড়ি। ওই টাকা কোথা থেকে এল উত্তর দিন'।

Videos similaires