‘২ মাসের মধ্যে পার্থদা ওয়াশিং মেশিনে ঢুকে গেলে ইডির তদন্ত হত না। ‘তৃণমূল কংগ্রেসে ছিলেন পার্থদা, তাই তাঁর বিরুদ্ধে কুত্সা, ষড়যন্ত্র হচ্ছে’, ‘আমাকে জেলে যেতে হয়েছিল’, ‘কিন্তু, একই মামলায় একজন ওয়াশিং মেশিনে ঢুকে যাওয়ায় কিছু হয়নি’,‘অভিযোগ সত্য বলে প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে’, ‘কিন্তু কোনও ষড়যন্ত্রের শিকার হলে আমরা প্রতিবাদ করব’, সাংবাদিক সম্মেলনে জানালেন ফিরহাদ হাকিম।