Partha Chatterjee : "২ হাজার কোটি উদ্ধার হলেও অবাক হব না", পার্থ-ঘনিষ্ঠের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারে প্রতিক্রিয়া চাকরিপ্রার্থীদের

2022-07-23 5,774

SSC দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মেয়ো রোডে গান্ধীমূর্তির সামনে অবস্থানরত SSC চাকরিপ্রার্থীরা। SSC দুর্নীতি মামলায় এই চাকরিপ্রার্থীরাই হাইকোর্টে মামলা করেন। এক চাকরিপ্রার্থী বলেন, "আমরা এতে বিন্দুমাত্র বিস্মিত নই। ২০ কোটি কেন, ২০০ কোটি বা ২ হাজার কোটি হলেও আমরা একটুও অবাক হব না।" প্রসঙ্গত, এসএসসি কেলেঙ্কারিতে গ্রেফতার পার্থ, অর্পিতার বাড়িতে টাকার পাহাড়! ‘অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট বস্তা ভর্তি ২১ কোটি ২০ লক্ষ টাকা!’

Videos similaires