Murshidabad: ফরাক্কায় আম বাগান থেকে উদ্ধার বালতি ভর্তি বোমা। Bangla News

2022-07-22 32

মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কার অর্জুনপুরে বোমা (Bomb) উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে খবর, একটি আম বাগানে প্লাস্টিকের বালতিতে রাখা ছিল বেশ কয়েকটি তাজা বোমা। পুলিশ গিয়ে বালতি ভর্তি বোমা উদ্ধার করে নিয়ে যায়। পরে বোমাগুলি নিষ্ক্রিয় করে পুলিশ । ওই বাগানটি এক সিপিএম কর্মীর, সেখানে বিশেষ উদ্দেশ্যে বোমাগুলি মজুত করা হয়েছিল বলে অভিযোগ তৃণমূলের। অভিযোগ অস্বীকার করে সিপিএমের দাবি, মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য এই অভিযোগ করা হয়েছে।

Videos similaires