CBSE : প্রকাশিত CBSE দ্বাদশ পরীক্ষার ফল, ছাত্রীদের তুলনায় পাসের হার বেশি ছাত্রদের

2022-07-22 51

প্রকাশিত হল CBSE দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল। ৯২ দশমিক ৭১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন।  বোর্ডের তরফে জানানো হয়েছে, ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৩৩ হাজার পরীক্ষার্থী। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার পরীক্ষার্থী।  ছাত্রীদের পাসের হার ছাত্রদের তুলনায় বেশি। 

Videos similaires