Suvendu's Rally Cancelled : হাওড়ার মালিপাঁচঘড়ায় বাতিল শুভেন্দুর কর্মসূচি

2022-07-22 111

হাওড়ার মালিপাঁচঘড়ায় বাতিল হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি। মদ খেয়ে মৃত্যুর অভিযোগে আজ মালিপাঁচঘড়া থানার সামনে সভা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। বিজেপির দাবি, পুলিশ সেই অনুমতি দেয়নি। এই পরিস্থিতিতে হাওড়ার অন্যত্র কর্মসূচি নেওয়ার উদ্যোগ গেরুয়া শিবিরের। 

Videos similaires