ED Investigation: অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতে ইডি তল্লাশি। Bangla News

2022-07-22 877

টেট দুর্নীতি মামলায় পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) যাদবপুরের বাড়িতেও গিয়েছেন ইডি-র অফিসাররা।  পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতে ইডি আধিকারিকরা। ইডি (ED) সূত্রে খবর, একসঙ্গে রাজ্যের ১৩টি ঠিকানায় তল্লাশিতে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  অভিযানে নেমেছেন ইডি’র ৮০ থেকে ৯০ জন অফিসার। 

Videos similaires