একুশের মঞ্চ থেকে লোকসভা নির্বাচনে দলের সুরটা বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ধনীদের নয়, দেশে গরিবের প্রধানমন্ত্রী চাই। চব্বিশ ইলেকশনের ভোট নয়, রিজেকশনের ভোট। একই সুর শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। পাল্টা সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া, ২০২৪ সালেও জিতবে বিজেপি।