Presidential Election 2022: রাষ্ট্রপতি নির্বাচনে বাংলা বিধানসভাতেও ক্রস ভোট! ২৯১টি ভোটের মধ্যে তৃণমূলের ভোট পড়ল ২১৬। Bangla News

2022-07-21 140

রাষ্ট্রপতি নির্বাচনে বাংলা বিধানসভাতেও ক্রস ভোট! ২৯১টি ভোটের মধ্যে তৃণমূলের ভোট পড়ল ২১৬। ২৯১টি ভোটের মধ্যে বিজেপির ভোট পড়ল ৭১। বাংলা বিধানসভায় ২৯১টি ভোটের মধ্যে ৪টি ভোট বাতিল। শুভেন্দুর দাবি। ছিল ৭০টির বেশি ভোট পড়লে বুঝতে হবে ক্রস ভোট। সেই অনুযায়ী বাংলা বিধানসভায় একটি ভোট বেশি পেয়েছে বিজেপি । ২৯৪টি বিধানসভায় ভোট পড়েনি ২জনের, বিরত ছিল আইএসএফ