'BJP তো ব্যান্ড পার্টি নয়, পলিটিক্যাল পার্টি' বললেন শমীক ভট্টাচার্য। বিজেপি নেতা আরও বলেন. ২ কোটি ২৮ লক্ষ মানুষ গত বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন, আমরা মানুষকে সঙ্গে নিয়ে কথা বলছি। দিল্লিতে আন্দোলন করতে তো কেউ বারণ করেননি। কেন্দ্র বলেছে, টাকা নাও, হিসেব দাও। তৃণমূল কোনও হিসেব দিতে পারছে না। '