TMC 21st July: বিশেষভাবে সক্ষম, কঠিন বাধা পেরিয়ে ২১ এর সমাবেশে ইসলামপুর থেকে এলেন নাজির আলম
2022-07-21
55
হাঁটাচলায় সমস্যা। তাতে একুশে জুলাইয়ের আবেগে ভাঁটা পড়েনি নাজির আলম। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে একাই ট্রেনে চড়ে চলে এসেছেন শিয়ালদায়। সেখান থেকে বাইকে লিফট চেয়ে পৌঁছেছেন ডোরিনা ক্রসিংয়ে।